দেবহাটা অফিস ॥ আজ ৬ ডিসেম্বর এই দিনে পাক হানাদার বাহিনী দেবহাটার মুক্তি পাগল মুক্তিকামী বীর মুক্তিােদ্ধাদের শক্তি, সাহস আর বীরত্বের কাছে পরাজিত হয় রাতের অন্ধকারে পালিয়ে যায়। দেবহাটা হয় শত্র“মুক্ত, হানাদার পাকিস্তানি হানাদার মুক্তি, পত পত করে বাংলাদেশের পতাকা উত্তোলন করে বীর মুক্তিযোদ্ধারা। তার পূর্বে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা গোলজার, বীর মুক্তিযোদ্ধা কাসেম নিহত হয়, মুক্তিযুদ্ধের প্রবাদ পুরুষ আজন্ম লড়াকু নয় নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের নেতৃত্বে জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে দেবহাটার মুক্তিপাগল যুবক ও কিশোররা মুক্তিযুদ্ধে অংশ নেন। টউনশ্রীপুর, সখিপুর, পুষ্পকাঠি, পারুলিয়া সহ কয়েকটি এলাকায় বীর মুক্তিযোদ্ধারা। অসীম বীরত্বের সাথে খান সেনাদের বিরুদেধ যুদ্ধ করে প্রতিবারের ন্যায় এ বছরও উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন রখেছে। আজ সকালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন। র্যালি আলোচনা সভা, নয় নং সেক্টরে প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, মসজিদে দোয়া, মন্দিরে প্রার্থনা সহ অপরাপর কর্মসূচি পালন হবে। দেবহাটা নির্বাহী অফিসার আসাদুজ্জামান দেবহাটা মুক্ত দিবসের কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জন মানুষের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।