বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না: বদিউল আলম ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন —পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি প্রধান উপদেষ্টা ডিজিটাল বিপ্লবের পূর্ণ সুবিধা এখনও গ্রহণ করতে পারিনি: ড. ইউনূস নিষেধাজ্ঞায় থাকা রোটা বন্দর দিয়েই ইসরাইলে অস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে সেনা পাঠাবে পশ্চিমা দেশগুলো? আদানির বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ, পর্যালোচনার দাবি বাংলাদেশের রেস্তোরাঁয় বসে পররাষ্ট্রমন্ত্রীর ধূমপান, সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়ালেন স্বাস্থ্যমন্ত্রী রাশিয়ার কুস্কের্ উত্তর কোরিয়ার ১০০ সেনা নিহত, দাবি দক্ষিণ কোরিয়ার

আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে ভারত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস স্পোর্টস: এশিয়া কাপে ‘এ’ গ্রæপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ সোমবার নেপালের মুখোমুখি হবে শক্তিশালী ভারত। এ ম্যাচ জিতে সুপার ফোর নিশ্চিত করতে চায় টিম ইন্ডিয়া। অন্য দিকে অভিষেক এশিয়া কাপটা স্মরনীয় করে রাখতে ভারতের বিপক্ষে জয় দিয়ে সুপার ফোরে খেলার স্বপ্ন দেখছে নেপালও। শ্রীলংকার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-নেপাল লড়াই। মুলতানে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে অভিষেক হয় নেপালের। অভিষেক ম্যাচটা স্মরনীয় করে রাখতে পারেনি তারা। পাকিস্তানের কাছে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হেরে যায় তারা। রান বিবেচনায় নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সবচেয়ে বড় ব্যবধানে হার নেপালের। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শুরুটা দারুন ছিলো নেপালের। ২৫ রানে পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান ও ইমাম উল হককে প্যাভিলিয়নে ফেরত পাঠায় নেপাল। কিন্তু পরবর্তীতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ১৫১ ও ইফতিখার আহমেদের অপরাজিত ১০৯ রানে লড়াই থেকে ছিটকে পড়ে নেপাল। ৬ উইকেটে ৩৪২ রানে বড় সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে পাকিস্তানের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে নেপালের ব্যাটাররা। ২৩ দশমিক ৪ ওভারে ১০৪ রানে অলআউট হয় তারা। মাত্র তিন ব্যাটার দুই অংকের স্কোর করতে পারে। এবারই প্রথম ভারতের মুখোমুখি হবে নেপাল। এখন পর্যন্ত আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছে নেপাল। ২০১৮ সালে ওয়ানডে মর্যাদা পাবার পর এখন অবধি ৫৮টি ম্যাচ খেলেছে তারা। এরমধ্যে ৩০টিতে জয় ও ২৬টিতে হার রয়েছে তাদের। ১টি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়। নেপালের মত এবারের এশিয়া কাপে ভারতেরও প্রথম ম্যাচ ছিলো পাকিস্তানের বিপক্ষে। গত শনিবার পাল্লেকেলেতে হওয়া ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ভারতের ইনিংস শেষ হবার পর বৃষ্টির দাপটে আর মাঠে গড়াতে পারেনি ম্যাচটি। টস জিতে প্রথমে ব্যাট করে ইশান কিশান ও হার্ডিক পান্ডিয়ার জোড়া হাফ-সেঞ্চুরিতে ৭ বল বাকী থাকতে ২৬৬ রানে অলআউট হয় ভারত। ৬৬ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে ১৩৮ রানের জুটি গড়ে ভারতকে লড়াইয়ে ফেরান কিশান ও পান্ডিয়া। কিশান ৮১ বলে ৮২ ও পান্ডিয়া ৯০ বলে ৮৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। পাকিস্তানের তিন পেসার শাহিন শাহ আফ্রিদি ৪টি, নাসিম শাহ-হারিস রউফ ৩টি করে উইকেট নেন। বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে ভারত ও পাকিস্তান। এতে ২ খেলায় ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার ফোর নিশ্চিত করে পাকিস্তান। ১ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ভারত। ১ ম্যাচ খেলে কোন পয়েন্টের খাতা খুলতে পারেনি নেপাল। ভারত ও নেপাল ম্যাচের বিজয়ী দল সুপার ফোরে খেলার টিকিট পাবে। ম্যাচটি পরিত্যক্ত হলে, সুপার ফোরে খেলবে ভারত। গ্রæপ পর্ব থেকে বিদায় নিবে নেপাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com