দেবহাটা অফিস \ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন এমপি মুনছুর আহমদের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের এই দিনে বর্ষিয়ান এই রাজনীতিবিদ রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। বর্ণাঢ্য জীবনের অধিকারি বীর মুক্তিযোদ্ধা মরহুম মুনছুর আহমদ ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রীয় অংশ গ্রহন করেন। পারুলিয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এর দায়িত্ব পালন করা সহ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দলীয় নেতাকর্মিদের পাশাপাশি সাধারন মানুষের অতি কাছাকাছি অবস্থান করতেন তিনি। জেলা আওয়ামীলীগের একাধিকবার সাধারন সম্পাদক এবং একাধিকবার সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের বিশেষ ভূমিকা রাখেন। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাথে সংশ্লিষ্ট ছিলেন। প্রথম মৃত্যু বার্ষিকীতে জেলা আওয়ামীলীগ এবং পরিবারের পক্ষ হতে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সকালে পারুলিয়াস্থ মরহুমের মাজার জিয়ারত, রাজ্জাক পার্ক মসজিদে মিলাদ, এবং শহরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ হতে দোয়া অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হক সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন। মরহুমের পুত্র ব্যাংকার রাজিব আহমদ পরিবারের আয়োজনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন। পরিবারের পক্ষ হতে দোয়া মাহফিল, কুরআন খানি সহ বহুবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।