স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আজ যোগদান করছেন দেশের অন্যতম প্রধান কুিব, বাংলা একাডেমীর মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা। বাংলা একামেডী সুত্রে জানা গেছে, দেশের এই প্রধান কবি সাহিত্য সম্মেলনে যোগদানের পাশাপাশি, সম্বর্ধনা, কর্মশালা, সহ বহুবিধ আয়োজনে নিজেকে সম্পৃক্ত রাখবেন। সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী অনুষ্ঠানে জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদার সাথে সাহিত্য সম্মেলনে অংশ নেবেন সাতক্ষীরার কৃতি সন্তান কবি ও গবেষক এবং বাংলা একাডেমীর প্রশাসন উপ বিভাগের উপ পরিচালক সাহেদ মন্তাজ ও কবি ও শিশু সাহিত্যিক বাংলা একাডেমীর পরিষদ উপ বিভাগের উপ পরিচালক ইমরুল ইউসুফ। জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদার সাতক্ষীরায় আগমন বিষয়ে সফর সঙ্গী কবি ও গবেষক সাহেদ মন্তাজ দৃষ্টিপাতকে জানান সাতক্ষীরার সন্তান হিসেবে আমি কৃতজ্ঞ, আবিভূত, বিহ্বল। সাতক্ষীরার জনসমাজ বিশেষ করে সাহিত্যিকরা কবির আগমনকে আলোকবর্তিকা হিসেবেই দেখছেন।