স্টাফ রিপোর্টার ঃ নৌ পরিবহন মন্ত্রণালয়েল প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি আজ সাতক্ষীরা আসছেন। তিনি সকাল সাড়ে ৮টায় যশোর বিমানবন্দর থেকে ভোমরা স্থল বন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। বেলা ১১টায় ভোমরা স্থল বন্দরের ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। দুপুর আড়াইটায় ভোমরা স্থলবন্দর হতে সড়ক পথে বসন্তপুর নদী বন্দরে উদ্দেশ্যে রওনা হবেন। বিকাল ৪টায় বসন্তপুর নদী বন্দর পরিদর্শন করবেন। বিকাল সাড়ে ৫টায় বসন্তপুর নৌ বন্দর হতে সড়ক পথে সাতক্ষীরা সার্কিট হাউজে পৌছায়ে রাত যাপন করবেন। এরপর ৫ই জুলাই শুক্রবার সকাল ৯টায় সাতক্ষীরা সার্কিট হাউজ হতে সড়ক পথে যশোর বিমান বন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। নৌ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহা: আমিনুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।