স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ সাতক্ষীরায় আসছেন। তিনি ঢাকার রমনা হতে রওনা হয়ে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছাবেন। সেখান থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যশোর বিমান বন্দরে পৌছাবেন। সেখান থেকে সড়ক পথে সাতক্ষীরায় সার্কিট হাউজে সকাল ১০টায় পৌছাবেন। সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলার সকল বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক অভিভাষন প্রদান করবেন। বেলা ১১টায় ১৫ মিনিটে সাতক্ষীরা জেলা জজ আদালতে প্রাঙ্গনে বিচার প্রার্থীদের জন্য নির্মিতব্য বিশ্রামগার “ন্যায়কুঞ্জ” কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। পরে সাতক্ষীরা সরকারী কলেজে এক অনুষ্ঠানে যোগদান করবেন। বিকালে তিনি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। মাননীয় প্রধান বিচারপতির সফর সঙ্গী থাকবেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের রেজিষ্ট্রার মুন্সী মো: মশিউর রহমান ও আপীল বিভাগের রেজিষ্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।