স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: আশরাফুল কামাল আজ সাতক্ষীরায় আসছেন। আজ সকাল ৫টায় ৪০ মিনিটে বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর পৌছাবেন। সকাল ৭টায় ৪৫ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্স এর ফ্লাইটে যশোরের উদ্দেশ্যে রওয়ানা হবেন। পরে যশোর হতে সড়ক পথে সাতক্ষীরা সার্কিট হাউজের পৌছাবেন। ১০ থেকে ১৪ সেপ্টেম্বর সাতক্ষীরায় অবস্থান করবেন। এসময় জেলা জজ আদালত ও উহার অধীনস্থ আদালত সমূহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও উহার অধীনস্থ আদালত সমূহ পরিদর্শন করবেন। ঐ দিন রাতে বিচারপতি মো: আশরাফুল কামাল ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করবেন। ডেপুটি রেজিস্ট্রার হাসান মো: আরিফুর রহমান স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।