স্টাফ রিপোর্টার ঃ আজ সাতক্ষীরায় আসছেন বাংলাদেশ সুপ্রীূম কোট, হাইকোট বিভাগের বিচারপতি আশীষ রঞ্জন দাশ। তিনি আজ বেলা ১২টায় ঢাকাস্থ নিজ বাস ভবন থেকে সুপ্রীম কোর্টের পতাকাবাহী সরকারি গাড়ী যোগে পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা উদ্দেশ্যে রওয়ানা হবেন। বিকালে সাতক্ষীরা সার্কিট হাউজে অবস্থান করবেন। পরে শহরের স্টেডিয়াম এলাকায় প্রয়াত এড. তপন কুমার চক্রবর্তী বাসায় যাবেন। আগামী ২৬ ফেব্র“য়ারী ২টা পর্যন্ত সাতক্ষীরা অবস্থান করবেন। ঐ দিন বিকালে পদ্মা সেতু হয়ে ঢাকায় ফিরে যাবেন। ডেপুটি রেজিষ্ট্রার যুগ্ম জেলা জজ সৈয়দ মোস্তফা রেজা নুর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।