স্টাফ রিপোর্টার ॥ আজ সাতক্ষীরা জেলা ট্রাক ট্রাক্টর,কভার্ডভ্যান ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন খুলনা-১২৭৫/৯৮ ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সদর উপজেলার আলিপুর জেলা ট্রাক টার্মিনালের নিজস্ব কার্যালয় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে সভাপতি ও সাধাঃ সম্পাদক সহ ১৮ টি পদের বিপরীতে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা সর্বত্রই শ্রমিকদের মধ্যে উৎসব উদ্দীপনা বিরাজমান। পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে শেষ মুহূর্তে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থী ও সমর্থকরা। এবার নির্বাচনে ৩১১০ ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন। সাতক্ষীরা জেলা ট্রাক ট্রাক্টর, কভার্ডভ্যান ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এড. শেখ সাইদুর রহমান জানান, আজ ট্রাক শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের নিরাপদে ভোট প্রদানের জন্য কেন্দ্র পুলিশের পাশাপাশি থাকবে স্বেচ্ছাসেবক।একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।