স্টাফ রিপোর্টার \ আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার সারা দেশে লাখ ১৯ লাখ ২০ হাজার পরীক্ষার্থী অংশ নেচ্ছে। আজ থেকে আগামী ১৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে। দেশের ১১টি বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সাতক্ষীরার বাস্তবতায় কতৃর্পক্ষ পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের এবং স্ব স্ব উপজেলা প্রশাসন ইতিমধ্যে পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভা করেছে। বিগত বছর গুলো অপেক্ষা এবারের পরীক্ষা ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কারণে যে মহামারী করোনার কারণে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কিছুটা ছন্দ পতন ঘটে। সাতক্ষীরার প্রশাসন নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে কেন্দ্রের আশাপাশের এলাকাতে ১৪৪ ধারা জারির মাইকিং করা হয়েছে।