আজ ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষ্যে খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ঐদিন সকাল সাড়ে নয়টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। সকাল ১০টায় দিবসের তাৎপর্য তুলে ধরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। দিবসের এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’।-তথ্য বিবরণী