আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের পক্ষ হতে ৩২ টি ঈদগাহে এক হাজার টাকা ও আতর প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ৩২ টি ঈদগাহ এর সভাপতি ও সেক্রেটারি দের নিয়ে এক আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু এর সভাপতিত্বের উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ, ঈদগাহ কমিটির সভাপতি, সেক্রেটারি, সুশীল সমাজ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সভাপতি ইউনিয়নে যাহাতে সুন্দরভাবে ও আনন্দময় পরিবেশে ঈদ পালন করা যায় সে বিষয়ে সার্বিক দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।