আটুলিয়া প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়ায় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্রাক এর আয়োজনে ১নং, ২নং ও ৩নং ওয়ার্ড এর কর্মীদের নিয়ে ঘূর্ণিঝড় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন ডেপুটি ম্যানেজার ব্রাক লার্নিং সেন্টার মোহাম্মদ আব্দুল কাইউম। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য তাহমিনা মিলন, আটুলিয়া দৃষ্টিপাত প্রতিনিধি সাইদুর রহমান চঞ্চল, ইউপি সদস্য আখতারুজ্জামান লিটিল, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ইউপি সদস্য মোশারফ হোসেন প্রমুখ।