আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে ফিলিস্তিনের নির্যাতিত জনতার সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে “আটুলিয়া ইউনিয়ন তৌহিদী জনতার” ব্যানারে নওয়াবেঁকী বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে এসে শেষ হয়।উক্ত বিক্ষোভ মিছিলে ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা, বাজারের ব্যবসায়ীগন, বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতাকর্মীগণ ও ওলামা—মাশায়েখগন উপস্থিত ছিলেন। তারা স্লোগানে ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েল কতৃক বর্বরতম হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ইজরায়েলের পণ্য বর্জন করার আহ্বান জানান। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।