আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে নতুন ভোটার হওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট ও ছবি উঠানোর কার্যক্রম শুরু হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার সময় নতুন ভোটার কার্যক্রম পরিদর্শনে গিয়ে দেখা যায় দুইজন ব্যক্তি সাতক্ষীরা থেকে এসে রক্ত পরীক্ষা করছে। প্রসঙ্গত এখন যারা নতুন ভোটার হচ্ছে তাদের রক্তের গ্রুপ জানা অবশ্যই প্রয়োজন। এ জন্য যাদের রক্তের গ্রুপ জানা নেই তাদের রক্ত পরীক্ষা করার জন্য উক্ত ব্যক্তিদ্বয় সেখানে রক্তের গ্রুপ পরীক্ষাকেন্দ্র খুলে বসেছে। উক্ত ব্যক্তিদ্বয়ের রক্ত পরীক্ষা কার্যক্রম দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় একজনেরও সার্টিফিকেট নেই। প্যাথলজি সংক্রান্ত কোন জ্ঞান নেই, দেখে শিখেছে। তাৎক্ষণিক চেয়ারম্যান আবু সালেহ বাবুকে জানালে তিনি তাদেরকে বের করে দেন। তারা এই কার্যক্রম প্রত্যেক ইউনিয়নে করছে। তাদেরকে ধরার জন্য পুলিশে ফোন দেয়ার আগেই তারা পালিয়ে যায়। উল্লেখ্য রক্ত পরীক্ষার নাম করে প্রত্যেকের কাছ থেকে ৫০ টাকা করে হাতিয়ে নিচ্ছিল।