আটুলিয়া শ্যামনগর প্রতিদিন \ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামের ২ কিলোমিটার ওয়াবদা রাস্তা যে কোন মুহূর্তে ধ্বস নেমে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রত্যেকটা ঘেরের জন্য একটি করে নাইন্টি পাইপ লাইন বসানো হয়েছে। যে পাইপ গুলো বসানো আছে সেগুলো ওয়াবদার এতটা কাছে যে, যখন মাছের ঘেরে ভাটা দেয়া হয় তখন ভাটার পানির স্রোত ওয়াবদার রাস্তার মাটি ভেঙ্গে নিয়ে যাচ্ছে। এর ফলে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে এবং ভেড়িবাধ রক্ষার যে বস্তাগুলো দেয়া আছে সেগুলো ধ্বসে পড়েছে। তাছাড়া ওয়াদায় অনেকগুলো বড় ফাটল দেখা দিয়েছে। এতে আগামী বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ভেড়িবাধের ফাটল দিয়ে প্রবেশ করে রাস্তা ধ্বসে লোকালয়ে পানি প্রবেশ করতে পারে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের আলম এর সাথে কথা বললে তিনি বলেন, তাদের উপর মহলের কর্মকর্তারা উক্ত স্থানগুলো পরিদর্শন করেছেন। ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আখতারুজ্জামান লিটিল এর সাথে কথা বললে তিনি জানান, বারবার নিষেধ করা সত্তে্বও মৎস্য ঘের মালিকরা কোন কথা শুনতে চায় না। এ বিষয়ে তিনি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছেন এবং খুবই দ্রুত একটি অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান। এদিকে এলাকাবাসী জানায় মুষ্টিমেয় কিছু লোকের জন্য আমাদের এলাকা জোয়ারের পানিতে ভেসে যেতে পারে। সামনে বর্ষা মৌসুম, ঝড়—বৃষ্টি, জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকে। এখনই যদি কার্যকর ভূমিকা না নেয়া হয় তাহলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে এলাকার সাধারণ মানুষ। এলাকাবাসী চান মাছ চাষ বিলুপ্ত করে ধান চাষ করার জন্য। ঘের ব্যবসায় একজন মানুষ লাভবান হলে একই জমিতে ধান চাষ করলে কয়েকশ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। সাধারণ মানুষের কথা চিন্তা করে খুব দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের উচ্ছেদ অভিযানের জন্য জোর দাবি জানিয়েছেন। আর যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হোক যাতে পরবর্তীতে এমন অসৎ কাজ করার সাহস না পায়।