আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে যাকাত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আটুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আটুলিয়া ইউনিয়ন জামাতের আমীর মাওঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুর রহমান, নায়েবে আমীর মাওঃ মইনুদ্দিন মাহমুদ, সহকারী সেক্রেটারি প্রভাষক আব্দুল হামিদ, শূরা সদস্য অধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, উপাধ্যক্ষ মাওঃ আব্দুর রউফ, ইউনিয়ন নায়েবে আমির রবিউল ইসলাম, সেক্রেটারি আলী মুর্তজা, ইমাম কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মাওঃ রেজাউল করিম, মাজহারুল ইসলাম, শাহিদুল ইসলাম চঞ্চল প্রমুখ। বক্তারা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে যাকাতের তাৎপর্য বিষয়ক আলোচনা করেন।
আটুলিয়ায় বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়ার নওয়াবেঁকীতে বাজার ব্যবস্থাপনা কমিটি ও আই বি ডব্লিউ এফ এর যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির অফিস কক্ষে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধিদের উপস্থিতিতে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুর রহমান, আই, বি, ডব্লিউ,এফ এর জেলা সভাপতি মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি প্রভাষক আব্দুল হামিদ, আটুলিয়া আই বি ডব্লিউ এফ এর সভাপতি সুপার মাওঃ একরামুল কবির, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, বাজার ব্যবস্থাপনা কমিটি সেক্রেটারি মনিরুজ্জামান মনি, ডাঃ লোকমান আহমেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওয়াবেঁকী ডিগ্রি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ আব্দুর রউফ।