আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে বিড়ালক্ষী মহিলা দাখিল মাদ্রাসার হলরুমে বৃহস্পতিবার সকাল ১০টায় মাওলানা আব্দুল বারী ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে। আব্দুল বারী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নওয়াবেঁকী গনমূখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, জামায়াত ইসলামী উপজেলা সহকারি সেক্রেটারি প্রভাষক মাওঃ আব্দুল হামিদ, নওয়াবেঁকী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ওয়াহিদুজ্জামান, নওয়াবেঁকী ডিগ্রী কলেজের প্রিন্সিপাল জুলফিকার আল মেহেদী লিটন,বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসার সুপার মাওঃ একরামুল কবির, রাবেয়া খাতুন মহিলা মাদ্রাসার সুপার মাওঃ রেজাউল করিম, ইউনিয়ন আমির মাওঃ মাহাবুবুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি আলী মুত্তাজা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু, পাতাখালী মাদ্রাসার আরবি শিক্ষক মাওঃ আতিকুল্লাহ প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওঃ রেজাউল করিম।