আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়া নওয়াবেকীতে দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে রমজানে ফুট বাস্কেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ৩ এপ্রিল সোমবার সকাল ১০ টায় বাদশা সালমান ত্রাণ ও মানবিক সেবা কেন্দ্র সৌদি আরবের পক্ষ থেকে সুনবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা এর আয়োজনে এবং সাউদান চ্যারিটি ফাউন্ডেশনের বাস্তবায়নে নওয়াবেকী হাইস্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ও বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জিএম সালাউদ্দিন, প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু প্রমুখ।