বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার আটুলিয়াতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়েছে। গতকাল ৭ অক্টোবর বিকাল ৪ টায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপট গাঁতিদার হরি মন্দির প্রাঙ্গনে আটুলিয়ার ১২ টি ও পদ্মপুকুরের ২ টি পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদক বৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় আটুলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রধান শিক্ষক নিমাই চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। এসময় তিনি আসন্ন শারদীয় দুর্গা উৎসবকে উৎসবমুখর পরিবেশে উদযাপন করার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা, ধর্মীয় বিধান অনুযায়ী উৎসবটি পালন করা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ও আইন শৃঙ্খলা বিষয়ে প্রশাসনিক সার্বিক সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. কৃষ্ণপদ মন্ডল, প্রধান উপদেষ্টা অধ্যাপক পরিমল কৃষ্ণ মন্ডল, সহ-সভাপতি প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, আটুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাধু রঞ্জন মন্ডল, ইউপি সদস্য তপন কুমার মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।