বিশেষ প্রতিনিধি \ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী অনুযায়ী দেশব্যাপী জামাত বিএনপির নৈরাজ্যর প্রতিবাদে শ্যামনগর উপজেলার আটুলিয়াতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ ফেব্র“য়ারি শনিবার দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী শনিবার বিকাল সাড়ে ৪ টায় আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নওয়াবেঁকী বাস স্ট্যান্ড চত্বরে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ দলীয় সর্বস্তরের অসংখ্য নেতাকর্মীদের উপস্থিতিতে শান্তি সমাবেশে আটুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, যে সকল বিএনপি-জামাত নেতাকর্মী দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছেন তারা সতর্ক হয়ে যান। বাংলাদেশ আওয়ামী লীগ এখন অত্যন্ত শক্তিশালী। সকল ধরনের ষড়যন্ত্র বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে শক্ত হাতে প্রতিহত করা হবে। দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে খেলা হবে, নৈরাজ্যের বিরুদ্ধে খেলা হবে, নাশকতাকারীদের বিরুদ্ধে খেলা হবে। খেলা শেষে আওয়ামী বিজয়ী হবে। আপনারা নৈরাজ্য বাদ দিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিন। দেশের উন্নয়নের কাজ করে থাকলে জনগনই আপনাদের মূল্যায়ন করবে। তবে নৈরাজ্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না। জামাত বিএনপি যেন কোন সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে দিকে দলীয় নেতাকর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জি এম সালাউদ্দিন আহমেদ, সদস্য মারুফ বিল্লাহ, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাধারণ সাধু রঞ্জন মন্ডল প্রমুখ।