আটুলিয়া প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার আটুলিয়ায় ১০ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় আটুলিয়া ইউনিয়ন জামায়াতে যুব বিভাগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মাঠে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত ক্রিড়া প্রেমি দর্শক-শ্রোতাবৃন্দের উপস্থিতিতে ফাইনাল খেলায় ৭নং ওয়ার্ড যুব বিভাগ ৩নং ওয়ার্ড যুব বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে আটুলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আব্দুল হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওঃ আব্দুর রহমান, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, গণমুখী ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, মাওঃ অহিদুজ্জামান, আলহাজ্ব মাওঃ একরামুল কবির, আলহাজ্ব মাওঃ আব্দুর রউফ, আলী মুর্তজা, হাফেজ আব্দুল্লাহ জাহিদ প্রমুখ।