এম আসাদুজ্জামান শ্যামনগর থেকে ॥ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে বার্ষিক ক্রীড়া, সংস্কৃতি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর সহযোগিতায় ও নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন এর বাস্তবায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৈকালিক পাঠ সহায়তা কেন্দ্রের ছাত্র-ছাত্রী ও যুব উন্নয়নে যুব সমাজ কমিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে একক নৃত্য, গান, কবিতা আবৃত্তি সহ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এ ধরনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষা সহায়ক, কোমলমতি শিক্ষার্থীদের কে অনুপ্রাণিত করে।প্রাণবন্ত এ অনুষ্ঠান আমাকে শিক্ষা জীবনে ফিরিয়ে নিয়ে গেছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালের বাবু, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন এর পরিচালক (ক্ষুদ্র ঋণ) মোঃ আলমগীর কবির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও স্থানীয় সুশীল সমাজে নেতৃবৃন্দ।