আটুলিয়া শ্যামনগর প্রতিনিধি \ শ্যামনগরের আটুলিয়ায় মটরসাইকেলের ধাক্কায় এক বাক প্রতিবন্ধী নিহত হয়েছে। জানা গেছে উপজেলার আটুলিয়া ইউনিয়নের কাছারী ব্রিজ নামক স্থানে মটরসাইকেলের ধাক্কায় মৃত সিদ্দিকুর আলী গাজীর পুত্র বাক প্রতিবন্ধী জুব্বার আলীর গাজীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাছারী ব্রীজ এলাকার রুহুল আমিন গাজীর ছেলে খলিলুর রহমান মটরসাইকেল চালিয়ে শংকরকাটির দিকে যাওয়ার পথে উক্ত ব্যক্তিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।