আটুলিয়া প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার আটুলিয়ায় স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুর রহমান দলীয় নেতাকর্মী নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন। গত ৬ মার্চ সকাল দশটায় নওয়াবেকী বাজারে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা আমির শিক্ষক আব্দুর রহমান দলীয় নেতাকর্মী সহ শুভাকাঙ্খীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করেন। গণসংযোগ কালে তিনি এলাকার রাস্তাঘাট সংস্কার, নাগরিক সমস্যা সমাধান এবং আধুনিক শ্যামনগর উপজেলা গড়ার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি প্রভাষক আব্দুল হামিদ, সেক্রেটারি আলী মোর্তেজা, শ্রমিক কল্যাণের সভাপতি মাজহারুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সৈয়দ কামাল উদ্দিন, ওলামা সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, আবু জাফর প্রমুখ।