আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়ায় হতদরিদ্রদের মাঝে মোটর ভ্যান উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ বিভাগ ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন জামায়াত ইসলামের কার্যালয়ে জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মোটর ভ্যান উপহার প্রদান করেন ও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুর রহমান, সহকারি সেক্রেটারি প্রভাষক মাওঃ আব্দুল হামিদ, বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসার সুপার মাওঃ একরামুল কবির, জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, হতদরিদ্রদের জন্য আমাদের অর্থগুলো এমন ভাবে ব্যয় করতে হবে যাতে সমাজে দারিদ্র বিমোচন করা যায়।