মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

আট বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: আট বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আজ বুধবার থেকে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সর্বশেষ ২০১৫ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হয়েছিলো দু’দল। চেস্টার লি স্ট্রিটে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু সিরিজের প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই। ২০১৫ সালে ইংল্যান্ড সফরে দুই টেস্ট, পাঁচ ওয়ানডে ও এক ম্যাচের টি-টোয়েন্টি খেলে কিউইরা। সংক্ষিপ্ত ভার্সনের ম্যাচটি ৫৬ রানে জিতেছিলো ইংলিশরা। ২০১৫ সালের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট-ওয়ানডে খেললেও টি-টোয়েন্টিতে লড়াই হয়নি ইংল্যান্ডের। এখন পর্যন্ত সর্বমোট ২৩টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এরমধ্যে ১৩টিতে জিতেছে ইংল্যান্ড ও ৮টিতে জিতেছে নিউজিল্যান্ড। ১টি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়। ইংল্যান্ডের মাটিতে ৪ বারের দেখায় ২ম্যাচে জয় পায় স্বাগতিকরা। ১বার জিতে নিউজিল্যান্ড। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের হয়ের অভিষেক হতে পারে কাউন্টি দল সারে পেসার গাস অ্যাটকিনসনের। অ্যাটকিনসের সাথে নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন হ্যাম্পশায়ারের পেসার জন টার্নার। কিন্তু সাইড ইনজুরির ইনজুরির কারণে টার্নার ও হাতের পেশির ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন জশ টাং। টাংয়ের জায়গায় পেসার ক্রিস জর্ডান এবং টার্নারের বদলি হিসেবে দলে সুযোগ হয়েছে পেসার দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভুত ব্রাইডন কার্সের। টিম সাউদির নেতৃত্বে সদ্যই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে সিরিজ জিতছে কিউইরা। আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দলে ছিলেন না ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গেøন ফিলিপস ও ইশ সোধিদের মত শীর্ষ সারির খেলোয়াড়রা। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলবেন তারা। ইনজুরির কারণে টি-টোয়েন্টিতে খেলছেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও মাইকেল ব্রেসওয়েল। টি-টোয়েন্টির পর চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। যা দুই দলের কাছেই আগামী অক্টোবরে ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ^কাপের আগে প্রস্তুতি মঞ্চ। নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি বলেন, ‘আমাদের সামনে ব্যস্ত সূচি রয়েছে। দু’টি ওয়ানডে সিরিজের পর বিশ^কাপ খেলবো আমরা। টি-টোয়েন্টি সিরিজ ভিন্ন ফরম্যাট হলেও, জয়ের মধ্যেই থাকতে চাই আমরা।’ অন্য দিকে সিরিজ জয়ের লক্ষ্য ইংল্যান্ড দলপতি জশ বাটলারেরও, ‘আমি মনে করি, ওয়ানডে সিরিজের আগে টি-টোয়েন্টি পরীক্ষা প্রস্ততির সেরা সুযোগ। প্রস্তুতির পাশাপাশি সিরিজ জয়ই প্রধান লক্ষ্য আমাদের।’ইংল্যান্ড দল : জস বাটলার (অধিনায়ক-উইকেটরক্ষক), রেহান আহমেদ, মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রæক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ক্রিস জর্ডান, ব্রাইডন কার্সে ও লুক উড।
নিউজিল্যান্ড দল : টিম সাউদি (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, লুকি ফার্গুসন, কাইল জেমিসন, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গেøন ফিলিপস ও ইশ সোধি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com