স্টাফ রিপোর্টার: বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকায় ভোট চেয়ে গনসংযোগ করেছেন জেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আ’লীগের মনোনয়ন প্রত্যাশী অজয় সরকার। গতকাল সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল বাজারে সহ পাইকগাছা সড়ক ও পাশ্ববর্তি এলাকার ব্যবসায়ী ও জনসাধারন সাথে কুশল বিনিময় করেন ও সার্বিক খোজ খবর নেন জেলা আ’লীগের নেতা অজয় সরকার। লিফলেট বিতরন কালে উপস্থিত ছিলেন আ’লীগের প্রবীন নেতা আব্দুর রাজ্জাক মোড়ল, মিজানুর রহমান, লিটন মোড়ল, হাসেম আলী, হাবিবুর রহমান, সজল মন্ডল, ছাত্রলীগের নেতা সুজিত পাল সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।