সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

আতলেতিকোর মুখোমুখি রেয়াল মাদ্রিদ, বার্সেলোনার প্রতিপক্ষ বেনফিকা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

স্পোর্টস ডেস্ক \ প্রাথমিক পর্বে সবচেয়ে ধারাবাহিক লিভারপুল কোয়ার্টার—ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে পিএসজির বিপক্ষে। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে নকআউট পর্বে পা রাখার পর, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার—ফাইনালে ওঠার লক্ষ্যে এবার আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে রেয়াল মাদ্রিদ। ঘরোয়া ফুটবলে তাদের তীব্র প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা অবশ্য তুলনামূলক একটু সহজ প্রতিপক্ষ পেয়েছে, তারা খেলবে বেনফিকার বিপক্ষে। সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়। নতুন আঙ্গিকের এবারের আসরে প্রাথমিক পর্বটা মোটেও ভালো কাটেনি রেয়াল মাদ্রিদের। তাই নকআউট পর্বে জায়গা করে নিতে শিরোপাধারীদের খেলতে হয় প্লে—অফ, সেখানে ইংলিশ চ্যাম্পিয়ন সিটিকে হারায় তারা। নামের ভারে কিংবা শক্তিতে অনেক এগিয়ে থাকলেও, সাম্প্রতিক সময়ে ধুঁকছে সিটি। প্লে—অফের লড়াইয়ের ফিরতি পর্বেই যেমন তাদের বিপক্ষে কোনো চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়নি কার্লো আনচেলত্তির দলকে। তবে সামনের লক্ষ্যটা হতে যাচ্ছে ভীষণ কঠিন। দারুণ ফর্মে আছে আতলেতিকো, এবারের লা লিগায় যেমন দুইবারের দেখায় একবারও জিততে পারেনি রেয়াল। ইউরোপ সেরা প্রতিযোগিতায় মাদ্রিদের এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও বেশ সমৃদ্ধ। অবশ্য সেখানে রেয়ালের সুখস্মতিই বেশি; ২০১৩—১৪ ও ২০১৫—১৬ আসরের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়েই শিরোপা জিতেছিল তারা। স্কোয়াডের শক্তি ও পূর্বের সাফল্যের বিবেচনায় বার্সেলোনার চেয়ে হয়তো অনেকটা পিছিয়েই থাকবে বেনফিকা। তবে ঘরের মাঠে তারা বরাবরই ভয়ঙ্কর, প্রতিপক্ষ যেই হোক না কেন। চলতি মৌসুমেই যেমন তাদের আঙিনায় হারতে বসেছিল হান্সি ফ্লিকের দল। যদিও শেষ দিকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৫—৪ গোলে জিতে যায় কাম্প নউয়ের দলটি। প্রায় দুই দশক পর আবার নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। ২০০৫—০৬ আসরের কোয়ার্টার—ফাইনালে প্রথম লেগে গোলশূন্য ড্রয়ের পর, ঘরের মাঠে ২—০ গোলে জিতেছিল বার্সেলোনা। চলতি মৌসুমে দারুণ ছন্দে এগিয়ে চলা লিভারপুল শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পিএসজিকে। প্রাথমিক পর্বে প্রথম সাত ম্যাচের সবগুলো জিতে টেবিলের শীর্ষে থেকে নকআউট পর্বে ওঠে লিভারপুল। সেখানে পিএসজি শেষ রাউন্ডে জিতে নিশ্চিত করে প্লে—অফ। তবে প্লে—অফে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে প্যারিসের ক্লাবটি। ফ্রান্সেরই আরেক দল ব্রেস্তকে দুই লেগ মিলিয়ে ১০—০ গোলে গুঁড়িয়ে দিয়েছে তারা। আত্মবিশ্বাসে ভরপুর দলটির সামনে কঠিন পরীক্ষাতেই পড়তে হবে আর্না ¯­টের দলকে। অতীতে দুই দলের দেখা হয়েছে দুবার; ২০১৮—১৯ আসরের গ্রুপ পর্বে উভয়ই জিতেছিল ঘরের মাঠে। এই ধাপে আরেকটি মুখোমুখি লড়াই বাড়তি রোমাঞ্চ ছড়াচ্ছে; গত মৌসুমে যাদের কাছে বুন্ডেসলিগার মুকুট হারিয়েছে বায়ার্ন মিউনিখ, এবার সেই বায়ার লেভারকুজেনের বিপক্ষে ইউরোপ সেরার মঞ্চে এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামবে তারা। ইংল্যান্ডের আরেক ক্লাব আর্সেনাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পিএসভি আইন্দহোভেনকে। ইতালিয়ান জায়ান্ট ইউভেন্তুসের বিপক্ষে দুই লেগের প্লে—অফে অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে নকআউট পর্বের টিকেট পায় ডাচ ক্লাবটি। এছাড়া এসি মিলানকে বিদায় করে দেওয়া ফেইনুর্ড খেলবে মিলানের আরেক দল ইন্টার মিলানের বিপক্ষে। গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ড লড়বে লিলের বিপক্ষে এবং অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ ক্লাব ব্রুজ। দুই লেগের লড়াইয়ের প্রথম ম্যাচগুলো হবে আগামী ৪ ও ৫ মার্চ এবং ফিরতি লেগের ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী ১১ ও ১২ মার্চ। শেষ ষোলোয় মুখোমুখি যারা: ক্লাব ব্রুজ—অ্যাস্টন ভিলা। বরুশিয়া ডর্টমুন্ড—লিল। রেয়াল মাদ্রিদ—আতলেতিকো মাদ্রিদ। বায়ার্ন মিউনিখ—বায়ার লেভারকুজেন। আর্সেনাল—পিএসভি আইন্দহোভেন। ফেইনুর্ড—ইন্টার মিলান। লিভারপুল—পিএসজি। বার্সেলোনা—বেনফিকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com