কেশবপুর ব্যুরো ॥ কেশবপুরে উপজেলায় শিকারপুর গ্রামের বজলুল রহমানের ছেলে পাওনা টাকাকে কেন্দ্র করে গন্ডগোলের পর হাবিবুর রহমান রনি (৩৫) নামে এক ইজিবাইক চালক নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এতে তার শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে ও ঝলসে গিয়ে মারাত্মক আহত অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৩১ মে) রাতে উপজেলার শিকারপুর বাজারে।