এড. তপন কুমার দাস \ বিশিষ্ট কবি সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, বিচার বিভাগ অন্ধকারের ভোরের সূর্য। বিচার প্রার্থী জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিচারপ্রার্থী মানুষ, আইনজীবী, আদালত কর্মচারীদের সাথে সম্পর্কের দেয়াল নয়, সম্পর্কের সেতু নির্মাণের চেষ্টা করেছি। তিনি আরো বলেন, বিচার আদালত তেমন একটা সরকারি অফিস নয় এটা সংবিধানে সংজ্ঞায়িত কার্যালয়। সুতরাং এর মান মর্যাদা সর্বোচ্চ মেধা, শ্রম দিয়ে অক্ষুন্ন রাখতে হবে। সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সাতক্ষীরায় তিন বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা বিচার বিভাগের আয়োজনে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে রবিবার অপরাহ্ণে তিন বছর পূর্তি উপলক্ষে উদযাপন অনুষ্ঠানের মধ্যমণি বিশিষ্ট কবি সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এমজি আজম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডল, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ ফারুক ইকবাল। আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী জজ নাছির উদ্দিন ফরাজী, জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলাম, জজকোর্টের স্টেনোগ্রাফার হারাধন রায় চৌধুরী, জুডিসিয়াল পেশকার মোঃ ইদ্রিস আলী, পেশকার কামরুজ্জামান প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিচার বিভাগের সকল বিচারক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।