রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আধুনিকতার ছোঁয়ায় মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে নূরনগর তানভির কনভেনশন সেন্টার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে আধুনিকতার ছোঁয়ায় সজ্জিত সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নূরনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত তানভির কনভেনশন সেন্টার। সময়ের বিবর্তনে মানুষের জীবনযাত্রা পরিবর্তিত হচ্ছে। মানুষ আধুনিক থেকে অত্যাধুনিক জীবনযাপন উপকরণ ব্যবহার করছে। যত দিন গড়িয়ে সামনে এগোচ্ছে মানুষের চাহিদাও দিনে দিনে বেড়েই চলেছে। আর আরাম বিলাসিতার ধরন ও পরিবর্তন হচ্ছে। জীবনের স্বল্প সময়কে পরিপূর্ণ ভাবে উপভোগ করতে মানুষ কিনা করছে। শহর থেকে গ্রাম, গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চলে আধুনিক জীবন যাপন উপকরণ উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে। চাইলেই হাতের মুঠোয় সবকিছু পেতে হবে এমন চাওয়া-পাওয়া সকলের প্রত্যাশা। দিন গড়িয়ে বছর পেরিয়ে যুগে যুগে নতুনত্ব সৃষ্টি মানুষের সে চাহিদা পূরণ করছে। এমন এক চাওয়া পাওয়া প্রত্যাশা পূরণের গল্প আজকের আয়োজনে। প্রত্যন্ত অঞ্চলে আধুনিক রুচি সম্মত কনভেনশন সেন্টার হৃদয় হরণ করেছে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া সকলের। বলছি শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে অবস্থিত তানভির কনভেনশন সেন্টার সম্পর্কে। শ্যামনগর টু নূরনগর সড়কে শ্যামনগর উপজেলা সদর থেকে ৯ কিলোমিটার দূরে আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের অদূরে ইউনিয়নের প্রানকেন্দ্র অবস্থিত সাজানো গোছানো পরিপাটি এ তানভীর কনভেনশন সেন্টার। আধুনিক কারুকার্য ঘোষিত সুনিপুন স্থাপত্য শিল্প আগন্তুক সকলের মন কাড়ে। যে কোন অনুষ্ঠানের জন্য উপযুক্ত। বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ, বৌভাত, সুন্নাতে খৎনা, জন্মদিনের পার্টি, সভা-সেমিনার, সম্মেলন সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য উপযুক্ত দৃষ্টিনন্দন, নিরিবিলি, কোলাহল মুক্ত শান্ত পরিবেশ এ কমিউনিটি বা কনভেনশন সেন্টারে। এ কমিউনিটি সেন্টারে সুবিশাল হলরুম, সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা, সিসি টিভির ব্যবস্থা, গাড়ি পার্কিং ব্যবস্থা, সুসজ্জিত স্টেজ, মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা কম্পার্টমেন্ট ড্রেস চেঞ্জ ও মেকআপ করার জন্য, নামাজের স্থান সহ এখানে বসার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বসার স্থান যা এতদস্থানে এক নতুন মাত্রা সৃষ্টি করেছে। এবিষয়ে নূরনগর তানভির কনভেনশন সেন্টার এর প্রতিষ্ঠাতা ও পরিচালক সমাজসেবক শেখ হাবিবুল আলম দৈনিক দৃষ্টিপাতের সাক্ষাতে জানান, প্রত্যন্ত অঞ্চলে বিয়ে-শাদী সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হতো ফাঁকা জায়গা অথবা বিলে। এখান থেকে ১০ বছর আগে এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। অনুষ্ঠানে আগত অতিথিরা রোদে-গরমে কষ্টে ঘেমে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করত। আমি সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম এই সমস্ত মানুষের উদ্দেশ্যে কিছু করার। ২০১৭ সাল থেকে আমার এই তানভির কনভেশন সেন্টার তৈরীর কাজ শুরু করি। এই প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষদের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে তানভির কনভেশন সেন্টার আজ প্রস্তুত। আমার এই প্রতিষ্ঠানের সেবা দল-মত নির্বিশেষে সকলেই নিতে পারবে। আমি মানুষের সেবা প্রদানের জন্য এই প্রতিষ্ঠান তৈরি করেছি। তানভির কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের মতে এই প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত তানভির কনভেনশন সেন্টারটি রুচিসম্মত, দৃষ্টিনন্দন, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে নিযুক্ত সকল কর্মকর্তা-কর্মচারীর ব্যবহার আন্তরিক ও অমায়িক। নূরনগর এর মতো জায়গায় এমন একটি প্রতিষ্ঠান পেয়ে আমরা গর্বিত। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ সকলকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com