তালা প্রতিনিধি \ আধুনিক পদ্ধতিতে আমন ধান চাষ বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ তালা উপজেলার যুগিপুকুর গ্রামে বৃহস্পতিবার (২৩ জুন) সম্পন্ন হয়েছে। পলী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার শুভ্রাংশু শেখর দাশ। উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মো. নয়ন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বিনেরপোতা বিনা’র সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আক্তার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নিয়ামাতুল রাজু, দীপ্ত সংস্থার পরিচালক কৃষিবিদ উত্তম কুমার মজুমদার, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ. এস.এম. মুজিবুর রহমান, শাখা ব্যবস্থাপক মো. ইমরান হোসেন, পিএটেক আব্দুল হাদি প্রমুখ। উক্ত প্রশিক্ষণে ২৫ জন কৃষক অংশগ্রহণ করেন।