বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

আনচেলত্তির কাঁধেই কি পড়ছে ব্রাজিলের দায়িত্ব?

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) কার্লো আনচেলত্তির সাথে কথাবার্তা পাকা করে ফেলেছ। আসন্ন জুনে বিশ^কাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল জাতীয় দল ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে লড়াইয়ে নাম্বে। সিবিএফ আশা ব্যক্ত করেছে এই সময় ডাগ আউটে তারা ইতালিয়ান ম্যানেজার আনচেলত্তিকে পাবেন। রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির চুক্রি ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে এই ইতালিয়ান কোচ চলমান মৌসুম শেষে আর মাদ্রিদে থাকছেন না। সিবিএফ এখনো আনুষ্ঠানিক কোনো চুক্তি করেনি আনচেলত্তির সঙ্গে। তবে কোপা দেল রে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে রিয়াল হেরে যাওয়ার পর, সিবিএফের দুই প্রতিনিধির সঙ্গে আলোচনার ইতিবাচক অগ্রগতি হয়েছে। ইসপিএন তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আনচেলত্তি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে প্রাথমিক সম্মতি দিয়ে দিয়েছেন। সিবিএফ তাই আশা করছে ৬৫ বছর বয়সী এই কোচ ২৬ মে রিও ডি জেনেইরোতে আসবেন। ঠিক লা লিগার শেষ ম্যাচের দুই দিন পর। ইএসপিএন জানায়, আনচেলত্তি ক্লাব ছাড়ার বিষয়ে রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন। রিয়ালের ইতিহাসে সবচেয়ে সফল কোচদের একজন আনচেলত্তি। সান্তিয়াগো বার্নাব্যুতে দুই মেয়াদে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা শিরোপা জিতেছেন। তবে চলতি মৌসুম রিয়ালের জন্য হতাশাজনক। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হারে। গত শনিবার কোপা দেল রে’র ফাইনালে বার্সার বিপক্ষে পরাজিত হয়। বর্তমানে লা লিগার টেবিলে বার্সা অপেক্ষা চার পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল; হাতে আছে পাঁচটি ম্যাচ। অন্যদিকে ব্রাজিল মার্চ মাস থেকে কোচবিহীন। কনমেবল বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে যাওয়ার পর কোচ ডোরিভাল জুনিয়রকে বরখাস্ত করে সিবিএফ। পাঁচবারের বিশ^ চ্যাম্পিয়নরা বর্তমানে বাছাইপর্বের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। আগামী ৪ জুন ইকুয়েডরের এবং ৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে মাঠে নাম্বে ব্রাজিল। যদি আনচেলত্তি ওই সময়ের মধ্যে রিয়াল ছাড়েন, তাহলে ক্লাব ওয়ার্ল্ড কাপে লস ব্ল্যাঙ্কসদের অংশগ্রহণের জন্য নতুন কোচ বা একজন অন্তর্বতীর্ কোচ নিয়োগ দিতে হবে। শনিবার কোপা দেল রে ফাইনালে বার্সার বিপক্ষে হারের পর আনচেলত্তি বলেন, “আমি রিয়ালে থাকব কি না, সেটা এখন আলোচনার বিষয় নয়, তা আগামী কয়েক সপ্তাহে নির্ধারিত হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com