শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শ্যামনগরের সাবেক ফুটবলার মনজুর আলী নূরনগর রামচন্দ্রপুর জামে মসজিদে তালা কেটে দুর্ধর্ষ চুরি সাতক্ষীরায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণের ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন সাতক্ষীরায় আঞ্জুমান মুফিদুল ইসলামের আলোচনা সভা ও কম্বল বিতরণ সাতক্ষীরার লাবসা মসজিদের পুনঃনির্মাণ কাজের ছাদ ঢালাই উদ্বোধন হরিণ শিকার রোধ কল্পে সচেতনা বিষয়ক আলোচনা সভা বাবুলিয়া স্কুলমাঠে তারুন্যের উৎসব উদ্বোধন আশাশুনি পারিবারিক মডেল পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ বুধহাটায় সার ডিলারদের বিক্রয় কেন্দ্র পরিদর্শন আশাশুনি মোবাইল কোর্টে সার ব্যবসায়ীর জরিমানা

আনচেলত্তির জন্য ‘উপযুক্ত সময়ের’ অপেক্ষায় ব্রাজিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০২৩

স্পোর্টস ডেস্ক \ ব্রাজিলের সম্ভাব্য নতুন কোচ হিসেবে জোরেসোরে শোনা যাচ্ছে কার্লো আনচেলত্তির নাম। রিয়াল মাদ্রিদ কোচকে নিয়ে কথা বলছেন ব্রাজিলের ফুটবলাররাও। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেসও স্বীকার করে নিলেন, তার প্রথম পছন্দ আনচেলত্তি। এই ইতালিয়ানকে কোচ হিসেবে পেতে উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন তারা। গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর কোচের দায়িত্ব ছাড়েন তিতে। তার উত্তরসূরি হিসেবে নানা সময়ে শোনা গেছে আনচেলত্তির নাম। গত মাসে খবর বের হয়, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নেওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছেন আনচেলত্তি। পরে যদিও ওই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় সিবিএফ। রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তির মেয়াদ আছে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রোববার সিবিএফ প্রধান রদ্রিগেস বললেন, চলতি ইউরোপিয়ান মৌসুম শেষে পাওয়া গেলে আনচেলত্তিই হবেন তাদের সর্বসম্মত পছন্দ। “আনচেলত্তি সব খেলোয়াড়দের মধ্যে সম্মানিত, শুধু রোনালদো নাজারিও বা ভিনিসিউস জুনিয়রই নয়, যারা তার দলের হয়ে খেলেছে তাদের সবার কাছে।” “তিনি যেভাবে কাজ করেন এবং তার কাজ যতটা কার্যকর সেজন্য তার সততার প্রশংসা করি আমি। তার কোনো পরিচয়ের প্রয়োজন নেই। তিনি সত্যিই শীর্ষমানের একজন কোচ, তার অনেক অর্জন আছে। আমরা আশা করি, তিনি আরও বেশি কিছু করতে পারবেন।” ব্রাজিলের ফুটবলে এখন সবচেয়ে আলোচিত নাম আনচেলত্তি। মরক্কোর বিপক্ষে শনিবারের প্রীতি ম্যাচের আগে তাকে নিয়ে কথা বলেন ভিনিসিউস জুনিয়র, এদেরসন, রদ্রিগো ও কাসেমিরোর মতো বেশ কয়েকজন খেলোয়াড়। রদ্রিগেস বললেন, ব্রাজিলেও সবার মুখে মুখে আনচেলত্তির নাম। “আনচেলত্তি শুধু খেলোয়াড়দেরই প্রিয় নয়, ভক্তদেরও মনে হয়। ব্রাজিলে আমি যেখানেই যাই, প্রতিটি স্টেডিয়ামে তিনিই প্রথম নাম, যার সম্পর্কে আমাকে সবাই জিজ্ঞাসা করে।” “আসুন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি, উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করি। ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হিসেবে তাকে পেতে পারি কি-না, আমরা দেখতে পাব।” যদিও রদ্রিগেস বলেছেন, ব্রাজিলিয়ান এফএ এখনও পর্যন্ত আনচেলত্তি বা অন্য কোনো কোচের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি। মে মাসের শেষ দিকে নতুন কোচের নাম ঘোষণা করার লক্ষ্যে এপ্রিলের মাঝামাঝি প্রার্থীদের সঙ্গে তারা কথা বলতে শুরু করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com