বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

আনচেলত্তির পর কে হচ্ছেন রিয়ালের নতুন কোচ?

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

কার্লো আনচেলত্তির বিদায় অনেকটাই নিশ্চিত। খুব বড় কোনো বাঁকবদল না ঘটলে আগামী জুন মাসেই ব্রাজিলের কোচ হচ্ছেন ক্লাব ফুটবলের অন্যতম সফল এই কোচ। ক্রীড়া দুনিয়ার বড় দুই সূত্র ‘দ্য অ্যাথলেটিক’ এবং স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো— দুই পক্ষই নিশ্চিত করেছে আনচেলত্তির নতুন এই খবর। তাদের ভাষ্য অনুযায়ী, ক্লাব বিশ^কাপের আগেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। আর এখানেই শেষ হচ্ছে রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনচেলত্তি অধ্যায়ের। দুই দফায় রিয়ালে দায়িত্ব পালন শেষে গুডবাই জানাচ্ছেন এই কোচ। প্রথম মেয়াদে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত ছিলেন। সেবারেই রিয়ালের ঘরে ওঠে বিখ্যাত ‘লা ডেসিমা’। এরপর ২০২১ সালের জুনে ফের রিয়ালের ডাগআউটে আসেন তিনি। দুই মেয়াদে দুটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন আনচেলত্তি। এমন একজন কোচের বদলে কাকে আনবে রিয়াল মাদ্রিদ? এর উত্তরে আপাতত দুই ভাগ ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবটি। শুরুতে ক্লাব বিশ^কাপের জন্য অন্তবর্তী কোচ নিয়োগের পথে হাঁটতে পারে স্প্যানিশ ক্লাবটি। সেক্ষেত্রে কার্লো আনচেলত্তির ছেলে দাভিদ আনচেলত্তি কিংবা ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর সান্তিয়াগো সোলারিকেই পছন্দ রিয়াল মাদ্রিদের। দাভিদ আনচেলত্তি রিয়ালের ড্রেসিংরুমে বেশ জনপ্রিয়। উয়েফা প্রো লাইসেন্স পাওয়ার পর থেকে নিয়মিতই ড্রেসিংরুম আর ম্যাচে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। যদিও ব্যক্তিগতভাবে দাভিদ পূর্ণ মেয়াদের কোচ হতেই আগ্রহী বলে জানা গিয়েছে। অন্যদিকে সান্তিয়াগো সোলারি এর আগেও রিয়ালের অন্তর্বতীর্ কোচ হিসেবে হাল ধরেছিলেন। ক্লাবের দুঃসময়ের সাথী হিসেবে বেশ পরিচিতি আছে তার। কিন্তু এরইমাঝে নতুন খবর হাজির করেছেন মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক রেলেভোর সাংবাদিক মাত্তেও মোরেত্তো। রেলেভোর এই সাংবাদিকের তথ্য অনুযায়ী, ইতালিয়ান কোচের পর বায়ার লেভারকুসেনের জাবি আলোনসোকেই দলে নিচ্ছে রিয়াল মাদ্রিদ। দুই পক্ষের মাঝে কয়েকদফায় আলাপ হয়েছে বলেও জানিয়েছে রেলেভো। মাত্তেও মোরেত্তোর হিসেব অনুযায়ী, রিয়ালের কোচ হতে আর কেবল ‘একধাপ’ দূরে আছেন জাবি আলোনসো। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের হয়ে দুর্দান্ত সময় পার করেছেন জাবি আলোন্সো। গেল মৌসুমেই বুন্দেসলিগার ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে দলটিকে জার্মান লিগে অপরাজিত চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। এরপরেই রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার গুঞ্জন থাকলেও সেটা হয়নি। লিভারপুলে যাওয়ার কথা ছিল— আলোনসো নাকচ করেছিলেন সেটিও। রিয়াল মাদ্রিদে ক্যারিয়ারের অনেকটা সময় পার করেছিলেন স্পেনের হয়ে ২০১০ বিশ^কাপ জেতা জাবি আলোনসো। এবার হয়ত কোচ হিসেবে লস ব্লাঙ্কোসদের ডেরায় আসবেন সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com