শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনির হিজলিয়া গ্রামের আনছার উদ্দিন (৮৪) আকুঞ্জী সোমবার বিকাল আনু: ১টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিজলিয়া গ্রামের মৃত মোজাহার আকুঞ্জির ছোট ছেলে আনছার উদ্দিন আকুঞ্জী বার্ধক্য জনিত কারনে সোমবার বিকাল ১টা ৪০মিনিটে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যা সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০টার পর হিজলিয়া জামে মসজিদ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ঈমামতি করেন মরহুমের বড় পুত্র কুশলিয়া কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক মাও: আমজাদ হুসাইন। জানাজার নামাজের প্রাক্কালে মাও: ইয়াছিন আলীর পরিচালায় সহজ সরল ধর্মপ্রাণ আনছার উদ্দিনের কর্মময় জীবনের উল্লেখযোগ্য দিক তুলে ধরে ও তার রুহের মাগফিরাত কামনা করে আলোচনা রাখেন সাবেক উপজেলা জামায়াত নেতা মাও: নুরুল আফছার, অব: শিক্ষক মাও: আবু মুছা,মরহুমের চোট পুত্র মাও: আব্দুল অজেদ,হিজলিয়া জামে মসজিদের সাবেক ইমাম আছাদুল ইসলাম, হাফেজ আ: রউফ, হাফেজ নাছিরুল ইসলাম প্রমুখ। এসময় ইউপি সদস্য মঞ্জরুল ইসলাম, সাবেক মেম্বর জিএম ইদ্রিস আলী, মির্জা কামরুল ইসলাম ও আব্দুর রব সহ মরহুমের আতœীয় স্বজন ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলমানগণ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন শেষে তার আতœার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মরহুমের বড় পুত্র মাও আমজাদ হুসাইন।