বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি, পিএইচডি, আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ, জেলা কার্যালয় ও ৩ আনসার ব্যাটালিয়ন পরিদর্শন করেন। গতকাল সকাল সাড়ে দশটায় খুলনা রেঞ্জ কার্যালয়ে এসে পৌছালে তাঁকে স্বাগত জানান খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। মহাপরিচালক ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। রেঞ্জ কার্যালয়ের সভাকক্ষে খুলনা রেঞ্জের প্রশাসনিক ও আভিযানিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশনের মাধ্যমে ব্রিফিং প্রদান করেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ও জেলার কার্যক্রমের ব্রিফিং প্রদান করেন জেলা কমান্ড্যান্ট, খুলনা মোঃ সেলিমুজ্জামান। পরে মহাপরিচালক রেঞ্জ ও জেলা কার্যালয়ের বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সরকারের জননিরাপত্তা ও উন্নয়ণ মূলক কাজে অংশগ্রহণ করে স্মার্ট বাংলাদেশ তৈরির প্রত্যাশায় নিরলশ ভাবে সকলকে একযোগে কাজ করার আহব্বান জানান। পরে মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, ইলাইপুর, রূপসা, খুলনা ৩ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্যদের দরবারে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ে আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সবার প্রচেষ্টায় বাহিনী সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশ সেবার আদর্শ কে সমুন্নত রেখে ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশ প্রেম ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব যথাযথাভাবে পালন করতে হবে। দরবারে খুলনা রেঞ্জের উপস্থিত ছিলেন উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ও অধিনায়ক ৩ আনসার ব্যাটলিয়ন চন্দন দেবনাথ। খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী উপস্থিত ছিলেন।