দেবহাটা অফিস \ আনসার ভিডিপি দিবসে দেবহাটা উপজেলা আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত রক্তদান গ্র“প রক্তদান কর্মসূচি পালন করেছে। উক্ত রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা কমান্ডার মো: আশরাফুজ্জামান, জেলা কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে মানবিক আনসার কমান্ডার নূর হোসেন সার্বিক তত্ত্বাবধানে আনসার সদস্যদের মধ্যে মো: তরিকুল ইসলামসহ অন্য সদস্যরা অংশ নেন। উলে¬খ্য স¤প্রতি এই রক্তদান গ্র“পটি পৃথিবীর অন্যতম কঠিন এবং অতি মানবিক কার্যক্রম পরিচালনা করে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন। মানবিক আনসার কমান্ডার দৃষ্টিপাতকে জানান আর্ত মানবতার সেবা, মৃত্যুপথযাত্রী, অসুস্থ মানবতাকে সহায়তা করার মহা উদ্যোগই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।