মাসুম বিল্লাহ, প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি \ আনুলিয়ায় বাঁধ ভাঙ্গনে দুর্গত ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর ত্রান বিতরণ। গতকাল আনুলিয়া খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙ্গনের পাশে বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনাবাহিনী রেশন থেকে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়। ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার যশোর মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম ত্রাণ বিতরণ পূর্বে ভাঙ্গন এলাকা পরিদর্শনে বলেন সেনাবাহিনী সবসময় মানুষের পাশে আছে থাকবে উল্লেখ করে পানি উন্নয়ন বোর্ডের উদ্দেশ্যে মেজর জেনারেল জানালেন যখনই বাঁধে তাদের প্রয়োজন তখনই সেনাবাহিনী প্রস্তুত থাকবে। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পানি উন্নয়ন বোর্ড, বিভাগ—২ সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসাইন, খুলনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় উপস্থিত ছিলেন। ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়।