আশাশুনি ব্যুরো \ আশাশুনির আনুলিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বিছট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে সেক্রেটারি গাজী আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ল ইয়ার্স কাউন্সিল এর সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্ম পরিষদের সদস্য এড. আব্দুস সোবান মুকুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান জামায়াত মনোনীত প্রার্থী মাওঃ নূরুল আবছার মুরতাজা, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিছট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাস্টার আবু দাউদ, আনুলিয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির শহিদুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মাওঃ আইয়ুব আলী, আনুলিয়া সমাজকল্যাণ বিভাগের সভাপতি আব্দুল ওহাব, আনুলিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওঃ আবু ইউসুফ, যুব জামায়াতের সভাপতি মোস্তফা কামাল, আনুলিয়া পেশাজীবী সংগঠনের সভাপতি আহসান হাবিব, মাওলানা শহিদুল ইসলাম, আকরাম হোসেন, আশরাফুল আলম, রাজু ইসলাম প্রমুখ।