ডুমুরিয়া প্রতিনিধি \ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ কুতুব উদ্দিন, জাতীয় ক্রীড়া পরিষদের উপ—পরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার ও যুব উন্নয়ন অধিদপ্তর খুলনার উপ—পরিচালক মোঃ মোস্তাক উদ্দীন। স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ বকতিয়ার রহমান গাজী।