আন্তঃজেলা হকিতে সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গত (১৬ জানুয়ারী) সাতক্ষীরা সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় এবং সাতক্ষীরা উচ্চ বালক বিদ্যালয়ের মধ্যে প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ফাইনাল খেলায় সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলায় জয়সূচক গোল করেন সুলতান মাহমুদ এবং মোঃ আল জাবির। এই নিয়ে তারা ৭ম বারের মতো চ্যাম্পিয়ন হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মাওঃ আব্দুল রাজ্জাক, ক্রীড়া শিক্ষক মোঃ ইমরান ফকির এবং কোচ মাহীন রহমান ও অন্যান্য খেলোয়ারগণ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি