৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৯ ডিসেম্বর সকাল আটটায় জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং ফেস্টুন-বেলুন উড়ানোর মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হবে। সকাল নয়টা থেকে সোয়া নয়টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন এবং সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। -তথ্য বিবরণী