স্টাফ রিপোর্টার \ “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে সামনে রেখে গত বৃহস্পতিবার গেøাবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা কর্তৃক আশাশুনি উপজেলায় আন্তর্জাতিক নিারী দিবস উপলক্ষে একটি র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিস কুল্যার মোড় থেকে নারী ও কিশোরীদেরকে নিয়ে ভ্যান যোগে আশাশুনি মূল সড়ক হয়ে উপজেলা পরিষদ চত্ত¡র পর্যন্ত এক শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা শেষে আশাশুনি উপজেলা পরিষদ প্রাঙ্গনে একটি র্যালী ও আলোচনা সভা করা হয় যেখানে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান এবং আশাশুনি উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম আজিজুল হক, বিভিন্ন সুধীজন ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ। র্যালী ও আলোচনা সভা শেষে আবারো ভ্যান যোগে শোভাযাত্রা করে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিস কুল্যার মোড়ে এসে সোভাযাত্রা শেষ করা হয়।