স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। “অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের যৌথ আয়োজনে স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর থানার সেকেন্ড অফিসার মোঃ শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি,এলজিইডির প্রতিনিধি মোঃ রওশন মিয়া, জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি মর্জিনা খাতুন, জেলা কমান্ড্যান্ট অফিসের মাহফুজুর রহমান, ব্রাক প্রতিনিধি কৌশিক বিশ্বাস, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, ব্রেকিং দ্যা সাইলেন্সের প্রতিনিধি সোহেল মাহমুদ, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, অফিস সহকারি রাজিয়া সুলতানা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা অধিদপ্তরের উপ—পরিচালক নাজমুন নাহার। সভায় আগামী ৮ মার্চ আর্ন্তর্জাতিক নারী দিবস উদযাপনের লক্ষ্যে “অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যটি ব্যাপক প্রচারের জন্য জেলা মহিলা অধিদপ্তর এবং সকল উপজেলা মহিলা অধিদপ্তর ড্রপডাউন ব্যানার টানানো হবে। পবিত্র মাহে রমজানের কারণে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রালী বাদ দেওয়া হবে। শুধুমাত্র আলোচনা সভা অনুষ্ঠিত হবে।