বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “শ্রমিক ঐক্য দীর্ঘজীবী হোক, দুনিয়ার মজদুর এক হও” এই প্রতিপাদ্যকে কে সামনে রেখে গতকাল ১ মে বুধবার সকাল ১০ টায় শ্যামনগরে সর্বস্তরের শ্রমিকবৃন্দের আয়োজনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, ট্রাক শ্রমিক সমিতি, মাইক্রো সমিতি, মোটরসাইকেল সমিতি কর্মকর্তা-সদস্য ও শ্রমিকদের উপস্থিতিতে বঙ্গবন্ধু মার্কেটে সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাক স্ট্যান্ডে এসে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সাতক্ষীরা জেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত শ্যামনগর সাব কমিটির সভাপতি মোহাম্মদ আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে র্যালিতে অংশগ্রহণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান এ কে এম জাফরুল আলম (বাবু), যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার, সরকারি অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা (বাংলা), সুশান্ত বিশ্বাস বাবুলাল, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মে দিবস উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুস সালাম।