এফএনএস স্পোর্টস: এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শারজায় গত রোববার রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। সেই আফগানদের বিপক্ষে মাঠে নামলেই একটি মাইলফলক স্পর্শ করবেন সাকিব। এখন পর্যন্ত ৯৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে তাঁর শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। তৃতীয় বাংলাদেশি হিসেবে শততম ম্যাচ খেলতে নামছেন সাকিব। টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক মাহমুদ উলাহ রিয়াদ খেলেছেন ১১৯ টি-টোয়েন্টি। মুশফিকুর রহিম খেলেছেন সমান ১০০টি। ৯৯ ম্যাচে ২৩.১০ গড়ে সাকিবের সংগ্রহ ২০১০ রান। রয়েছে ১০টি হাফসেঞ্চুরি। এ ছাড়া বল হাতে সাকিব শিকার করেছেন ১২১টি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবই সর্বোচ্চ উইকেট শিকারি। ১১৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে কিউই পেসার টিম সাউদি। তিনে রয়েছেন ১১২ উইকেট নেওয়া আফগান লেগস্পিনার রশিদ খান।