এফএনএস স্পোর্টস: প্রতিপক্ষ বোলারদের মোকাবেলা করার যেন কোনো পথই জানা ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানদের। একের পর এক উইকেট হারিয়ে একশর আগে গুটিয়ে গেল তারা। অল্প রানের লক্ষ্য তাড়ায় রেকর্ড গড়া জয় তুলে নিল আফগানিস্তানের যুবারা। আবু ধাবিতে শনিবার ত্রিদেশীয় সিরিজের প্রথম যুব ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে আফগানরা। বাংলাদেশের ইনিংস ৭৫ রানে গুঁড়িয়ে ৫৯ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। যুব ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে যা দ্রæততম জয়ের রেকর্ড। আগেরটি ছিল ভারতের, ২০১৫ সালে বাংলাদেশকে ১১৬ রানে থামিয়ে ৮১ বলে জিতেছিল তারা। আফগানদের বিপক্ষে বাংলাদেশের এটি যৌথভাবে সর্বনিম্ন স্কোর, আগেরটি ছিল ২০১৭ সালে। যুব ওয়ানডেতে সব মিলিয়ে ৭৫ রানের চেয়ে কমে অলআউট হয়েছে বাংলাদেশ তিনবার। সর্বনিম্ন ৩৪, ২০০৩ সালে ভারতের বিপক্ষে। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশের হয়ে দুই অঙ্কে যেতে পারেন ¯্রফে দুইজন। সর্বোচ্চ ১৬ রান ওপেনার আশিকুর রহমান শিবলির। প্রতিপক্ষকে দ্রæত গুটিয়ে দেওয়ার পথে আফগানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন বশির আহমাদ। তিনটি নেন কামরান হোটাক। শাহরিয়ার সাকিবকে বোল্ড করে বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানেন বশির। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ৩০ রানে পড়ে তাদের ৫ উইকেট। আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে ৯৮ রান করা শিহাব জেমস এদিন খুলতে পারেননি রানের খাতা। গত বুধবার ওই ম্যাচে ৪৮ রান করা পারভেজ জীবন যেতে পারেননি দুই অঙ্কে। অনেকটা সময় উইকেটে কাটিয়ে হাল ধরার চেষ্টা করা ওয়াসি সিদ্দিক ১২ রান করতে খেলেন ৪২ বল। রান তাড়ায় প্রথম ওভারে আফগান শিবিরে ছোবল দেন বর্ষণ। শূন্য রানে ফেরান হেজবুল্লাহ দোরানিকে। নিজের দ্বিতীয় ওভারে জোড়া শিকার ধরেন এই বোলার। সুলিমান আরবজাইকে কট বিহাইন্ড করার পরের বলে সাজঘরে পাঠান নুমান শাহকে। ২১ রানে ৩ উইকেট হারানো দলের হাল শক্ত হাতে ধরেন সোহাইল খান ও মোহাম্মদ হারুন। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে ১০ ওভারের মধ্যেই কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছে যায় আফগানিস্তান। ১ ছক্কা ও ৬ চার ২৮ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন সোহাইল। ৫ চারে ১৪ বলে ২১ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন হারুন। আগামী সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২২.৫ ওভারে ৭৫ (আশিকুর ১৬, সাকিব ৩, জিসান ৫, আরিফুল ৯, আহরার ০, শিহাব ০, ওয়াসি ১২, পারভেজ ২, বর্ষণ ০, রাফি ৮*, তানভির ৩; ইয়ামা ৫-০-২৩-১, বশির ৬-১-২৩-৪, কাহলেল ৬.৫-২-১৬-২, কামরান ৫-১-১৩-৩)
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৯.৫ ওভারে ৭৭/৩ (সুলিমান ১৪, হিজবুল্লাহ ০, সোহাইল ৩৩*, নোমান ০, হারুন ২১*; বর্ষণ ৪-০-২৬-৩, তানভির ২-০-২৪-০, রাফি ২.৫-০-১০-০, পারভেজ ১-০-১৩-০)
ফল: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী