এফএনএস স্পোর্টস: বিশ্বকাপের বাঁশি বাজতে শুরু করেছে। এগিয়ে আসছে কাতার বিশ্বকাপ। দলগুলো আছে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টায়। সেটারই বড় ধাপ ফেলতে যাচ্ছে ব্রাজিল। ফুটবল মহাযজ্ঞে নামার আগে দলের শক্তি-দুর্বলতা দেখে নেওয়ার লক্ষ্যে ‘প্রস্তুতি’ শুরু করতে যাচ্ছে সেলেসাওরা। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে আফ্রিকান দুই দল- ঘানা ও তিউনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আদলে যেটি হতে যাচ্ছে তাদের বিশ্বকাপ প্রস্তুতি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, আগামী ২৩ ও ২৭ সেপ্টেম্বর প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ঘানা ও তিউনিশিয়া। আফ্রিকার দুটি দলই আছে বিশ্বকাপে। তাই তাদের বিপক্ষে লড়াই বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ভ‚মিকা রাখতে পারে। যদিও ম্যাচ দুটির ভেন্যু এখনও ঠিক হয়নি। তবে আফ্রিকান দল দুটির বিপক্ষে খেলা ইউরোপের কোনও দেশের মাঠে হওয়ার সম্ভাবনাই বেশি। বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত সময় পার করেছে ব্রাজিল। সেই ধারা প্রীতি ম্যাচগুলোতেও সচল রেখেছে লাতিন আমেরিকার দলটি। কোচ তিতের তার দল নিয়ে আত্মবিশ্বাসী। তিনি আগেই জানিয়ে রেখেছেন, নেইমার-থিয়াগো সিলভাদের অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলে গড়া দলের পারফরম্যান্সে তিনি রোমাঞ্চিত। সামনের দুই ম্যাচের জন্য আগামী ৯ সেপ্টেম্বর দল ঘোষণা করবেন ব্রাজিল কোচ। এই দুই ম্যাচের পারফরম্যান্স খ্বুই গুরুত্বপূর্ণ। কারণ এখানকার পারম্যান্স দেখেই বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা করবেন তিতে। ২০ নভেম্বর কাতারে শুরু হবে বিশ্বকাপ। এবারের আসরে ‘জি’ গ্র“পে আছে ব্রাজিল। নকআউট পর্বে যেতে তাদের লড়তে হবে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে।